• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

টানা ৬ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

টানা ছয় দিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলার তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্। 

তিনি বলেন, তেঁতুলিয়ায় রোববার সকাল ৯টায় ৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকার শনিবার তাপমাত্রা ছিল ৮.০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ৮.০ ডিগ্রি সেলসিয়াস,  বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ৭.০ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ৭ ফেব্রুয়ারি সকাল ৯টায় ১১.৬ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার (৬ জানুয়ারি) ৯টায় ১১.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এছাড়াও গত কয়েকদিন ধরে সকালে ও সন্ধ্যায় হিমেল হাওয়ায় ঠান্ডা অব্যাহত রয়েছে।

এদিকে, গত কয়েকদিন ধরে হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। রোববার সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাসের কারণে বেশ শীত অনুভূত হচ্ছে। শীতের তীব্রতা ওঠানামা করায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 

Place your advertisement here
Place your advertisement here