• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

লালমনিরহাটে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট এর যৌথ আয়োজনে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে র‍্যালী শেষে আফরোজা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন,জনাব মোহাম্মদ উল্ল্যাহ (জেলা প্রশাসক, লালমনিরহাট),জনাব মোঃ সাইফুল ইসলাম (পুলিশ সুপার লালমনিরহাট),জনাব মোঃ হামিদুর রহমান (উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমনিরহাট),জনাব মোঃ শাহ আলম (সেক্রেটারি, কৃষিবিদ ইনস্টিটিউশন, লালমনিরহাট জেলা শাখা),মোঃ মশিউর রহমান (উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট)সহ জেলা প্রশাসনের ৫০-৬০ জন কর্মকর্তার উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভায় উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে, পলিথিন আর প্লাস্টিকের যততত্র ব্যবহারের কারণে দিন দিন মাটির উর্বরতা কমে যাচ্ছে বলে উল্লেখ করেন। এছাড়া মাটির গুণাগুণ সঠিক রাখতে জমিতে নির্দিষ্ট পরিমাণ মানসম্মত জৈব সার ব্যবহার করতে হবে এবং মাটির সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

Place your advertisement here
Place your advertisement here