• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে গাইবান্ধায় ১৬ শিশু হাসপাতালে 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধা শহরের একটি মাদ্রাসায় খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ১৬ জন মাদ্রাসা শিক্ষার্থী অসুস্থ অবস্থায় গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গাইবান্ধা শহরের হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিম খানার শিশু কিশোর শিক্ষাথীরা সোমবার রাতে ভাত খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে । সকালে ঘুম থেকে ওঠার পর শিক্ষার্থীরা একে একে অসুস্থ হতে শুরু করে। তারা সকলেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ে। ক্রমান্বয়ে ১৬জন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়। অবস্থার বেগতিক দেখে ওই শিক্ষার্থীকে গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করা হয়। 

হাসপাতালের চিকিৎসকরা জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে এমনটা হতে পারে। তবে ইতোমধ্যেই একজন সুস্থ হয়ে উঠেছে এবং অন্য আক্রান্তদের চিকিৎসা অব্যহত রয়েছে। 
 

Place your advertisement here
Place your advertisement here