• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

পার্বতীপুরে যাত্রী সেজে চেতনানাশক ওষুধ খাইয়ে অটোরিকশা চুরি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের পার্বতীপুরে  যাত্রী সেজে চেতনানাশক ওষুধ খাইয়ে চার্জার চালিত একটি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পার্বতীপুর রেল স্টেশন সংলগ্ন রেলওয়ে পার্ক এলাকায় চুরির এ ঘটনা ঘটে। চুরি যাওয়া অটোরিকশা চালক আল আমিন নিলফামারীর ডোমার উপজেলার লক্ষিচাপ ইউপির সহাদেব বড়গাছা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি বর্তমানে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

চালক আল আমিন জানান, ডোমার থেকে দুই যাত্রী পার্বতীপুর রেলওয়ে স্টেশনে আসার জন্য তার অটোরিকশাটি ভাড়া করে। গন্তব্যে পৌছানোর আগে পার্বতীপুর শহরের প্রবেশদ্বার কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে খাবার হোটেলে ঐ যাত্রীরা তাকে দুপুরের খাবার হিসেবে ভাত খাওয়ায়। এর পর থেকে তার ঘুম ঘুম লাগছিলো। পরে পার্বতীপুর স্টেশনে এলে একযাত্রী নেমে যায় এবং তার ব্যাগ বহনের জন্য চালককে অনুরোধ করেন। এ সময় তার সঙ্গে থাকা আরেক যাত্রী অটোরিকশায় বসে পাহারা দেয়ার আশ্বাস দিলে আল আমিন ব্যাগ নিয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে যায়। এরইমধ্যে যাত্রী সেজে থাকা ওই চোর অটোরিকশা নিয়ে চম্পট দেয়। এদিকে, চেতনা নাশক ওষুধ খাওয়ানোর ফলে অচেতন হয়ে পড়ে চালক আল আমিন। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম জানান, এ ব্যাপারে ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

Place your advertisement here
Place your advertisement here