• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

নীলফামারীতে ফেরদৌস-অপুর সঙ্গে নাচলেন লাখো দর্শক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

নীলফামারীতে নাগরিক সংবর্ধনা কমিটির আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাদের নাচের তালে দোল খেয়েছেন এ অঞ্চলের দেড় লক্ষাধিক মানুষ। একই মঞ্চে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদের গাওয়া গানে মুগ্ধ হয়েছেন সবাই।

গত শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় জেলার বড়মাঠে মন মাতানো পারফরম্যান্স করেন তারা। এ সময় সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড লালনের শিল্পী সুমি।

এর আগে ওই মঞ্চে নীলফামারী পৌরসভায় ছয়বার মেয়র নির্বাচিত ও পুনরায় বাংলাদেশ মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়।

নাগরিক সংবর্ধনা কমিটি সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার ফ্লাইটে সৈয়দপুরে নামেন অপু- ফেরদৌস ও বাকি শিল্পীরা। এরপর তাদের ফুল দিয়ে বরণ করেন নাগরিক সংবর্ধনা কমিটির নেতারা। জেলা সার্কিট হাউজে বিশ্রামের পর সন্ধ্যায় কনসার্টে অংশ নেন তারা।

এদিকে কদিন আগে থেকেই অপু-ফেরদৌসকে নিয়ে প্রচারণা চালানোয় উদ্দীপনা দেখা দেয় জেলাজুড়ে। ফলে প্রিয় অভিনেতা-অভিনেত্রীকে দেখতে লাখো মানুষের ঢল নামে অনুষ্ঠানস্থলে।

নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এ কে এম ডি জোনাব আলী বলেন, শান্তিপূর্ণ অনুষ্ঠান হয়েছে। এত মানুষ হবে ধারণার বাইরে ছিল৷ দেড়-দুই লাখ মানুষ হওয়ায় আমাদের ভিআইপি ও অতিথি চেয়ারগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অনুষ্ঠানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন ছিল। বিশেষ করে নারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ব্যাপক কাজ করেছে। এছাড়া গোয়েন্দা নজরদারিও ছিল।

Place your advertisement here
Place your advertisement here