• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

চিরিরবন্দরে জামগাছে মৌমাছির চাক, কামড়ে মারলো বৃদ্ধকে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মৌমাছির কামড়ে জগদিশ চন্দ্র সরকার নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর গ্রামের যতিন সরকারপাড়ায় এ ঘটনা ঘটে। 

মৃত জগদিশ চন্দ্র সরকার (৬৫) চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর গ্রামের যতিন সরকারপাড়ার মৃত রাজেন্দ্র নাথ সরকারের ছেলে। 

এলাকাবাসীরা জানায়, দক্ষিণ নশরতপুর গ্রামের যতিন সরকারপাড়ার জগদিশের বাড়ির পাশে জামগাছে মৌমাছি চাক করেছিল। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই জামগাছের মৌমাছির চাকে হঠাৎ বহলা পাখি আক্রমণ করে। এতে শতশত মৌমাছি এসে জগদিশসহ তাদের গরু-ছাগলকে আক্রমণ করে কামড় দেয়। মৌমাছির কামড়ে তিনি গুরুতর আহত হন। পরে বিকেল ৫টার দিকে অসুস্থ জগদিশকে তার পরিবারের লোকজন রানীরবন্দরে চিকিৎসকের নিকট নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

নশরতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার আজাহার আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Place your advertisement here
Place your advertisement here