• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

সর্বস্ব হারিয়ে দিশেহারা হাচানুরের পরিবার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

নীলফামারীর ডিমলা উপজেলায় আগুনে পুড়ে ৩টি ঘর ও ৮টি ফ্রিজিয়ান গরুর মৃত্যু হয়েছে। এতে প্রায় ২২ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের দাবি।

শুক্রবার (১৮ মার্চ) রাত ৩টার দিকে উপজেলার ঝুনাগাছা চাপানী ইউপির দক্ষিণ ঝুনাগাছা চাপানী এলাকার আবদার রহমানের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। এতে তার ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

আবদার রহমানের ছেলে হাচানুর বলেন, রাত ৩টার দিকে আমার স্ত্রী আমাকে ডেকে বলেন, বাড়িতে আগুন লেগেছে। আমার গোয়াল ঘরে ৯টি ছাগল ও ৯টি গরু ছিলো। তার মধ্যে ৯টি গরু আগুনে পুড়ে মারা যায়। ৮টি ছাগল উদ্ধার করেন এলাকাবাসী। আগুনে পুড়ে আমার মোট ২২ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সন্দেহ করছি কেউ পূর্ব শত্রুতার জেরে এই কাজ করতে পারে।

এ বিষয়ে জলঢাকা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. রিফাত আল মামুন বলেন, আমরা রাত ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আমরা অনুমান করছি হাচানুর রহমানের ৩টি ঘর, ৯টি গরু এবং ১টি ছাগলসহ মোট আনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, রান্না ঘরের চুল্লি থেকেই আগুনের সূত্রপাত। বৈদ্যুতিক সংযোগ থাকার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

Place your advertisement here
Place your advertisement here