• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

বাড়ির সীমানা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের লাঠির আঘাতে মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে জিয়াউর রহমান জিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। জিয়াউর ওই ইউনিয়নের দোলন এলাকার জয়বর মুন্সির ছেলে।

স্থানীয়রা জানান, জ্যাঠাতো ভাই চাঁদ মিয়ার সঙ্গে বাড়ির সীমানা নিয়ে জিয়াউর রহমান জিয়ার বিরোধ চলে আসছিল। এর জেরে বিকেলে জ্যাঠাতো ভাইয়েরা তাকে পিটিয়ে জখম করেন। হাসপাতালে নেওয়ার পথে জিয়া মারা যান।

বুড়া-বুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আসাদুল ইসলাম এরশাদ বলেন, তারা জ্যাঠাতো চাচাতো ভাই। বাড়ির সীমানা নিয়ে জ্যাঠাতো ভাইয়ের জিয়াকে লাঠি আঘাত করেন। পরে শুনলাম হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. নাজমুল হোসেন বলেন, জিয়া নামে একজনকে হাসপাতালে আনা হয়। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আসরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Place your advertisement here
Place your advertisement here