• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

কুড়িগ্রামে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রাম পৌর শহরের নাজিরা মুন্সিপাড়ায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে সেলিম মিয়া (৪৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে সদর থানা পুলিশ।

নিহত সেলিম পার্শ্ববর্তী ব্যাপারীপাড়ার মৃত বাদশা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের গারুহারা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে অবসরপ্রাপ্ত চাকরিজীবী আব্দুল আহাদ কুড়িগ্রাম শহরের নাজিরা মুন্সিপাড়ায় ক্রয়কৃত ৭ শতক জমিতে ফ্ল্যাট নির্মাণ করছিলেন। প্রতিবেশী মৃত আজিমুদ্দিনের ছেলে কয়ছার, কুদরত, লিয়াকত ও রেজাউলের সঙ্গে সীমানা নিয়ে তার বিরোধ চলছিল। কিছুদিন কাজ বন্ধ থাকার পর মঙ্গলবার সকালে আবার কাজ শুরু করা হলে মৃত আজিমুদ্দিনের ছেলেরা কাজে বাধা দেন। এ সময় বাড়ির কেয়ারটেকার সেলিম মিয়া কথা বলতে গেলে কয়ছার, কুদরত, লিয়াকত, রেজাউল, তাদের স্ত্রী ও সন্তানরা সেলিমের ওপর আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই সেলিম মিয়া মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে মৃত আজিমুদ্দিনের ছেলে লিয়াকত, কুদরতের স্ত্রী নাজমা বেগম ও কয়ছারের স্ত্রী মল্লিকাকে আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে স্বামীর এমন মৃত্যুতে শোকে বিলাপ করছেন সেলিমের স্ত্রী জেসমিন। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে দিশেহারা জেসমিন তার স্বামী হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীনুর রহমান সরদার জানান, মৃত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Place your advertisement here
Place your advertisement here