• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

দিনাজপুরে জাতীয় উদ্যান বীরগঞ্জ শালবনে আগুন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের পাশে জাতীয় উদ্যান বীরগঞ্জ শালবনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শালবনের গজিয়ে ওঠা কিছু নতুন গাছপালা পুড়ে গেছে।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের হাটপুকুর সংলগ্ন এলাকায় অবস্থিত জাতীয় উদ্যান বীরগঞ্জ শালবনে এ ঘটনা ঘটে।

জাতীয় উদ্যান বীরগঞ্জ শালবনের বিট কর্মকর্তা গদাধর রায় জানান, দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের পাশে শালবনে পড়ে থাকা পাতার স্তুপে আগুন লেগে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানানো হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ছুটে এসে আগুন নিভিয়ে ফেলে।
আগুনের কারণে বাগানে পড়ে থাকা পাতা ও গজিয়ে উঠা কিছু নতুন গাছপালা পুড়ে যায়। তবে বড় ধরনের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।

এ ব্যাপারে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. মেরাজ হোসেন বলেন, বীরগঞ্জ শালবনটি মহাসড়কের পাশে হওয়ায় অজ্ঞাত পথচারীদের ছুড়ে ফেলা কোনো বিড়ি অথবা সিগারেটের আগুন থেকে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার ফলে বাগানের তেমন একটা ক্ষতি হয়নি।

Place your advertisement here
Place your advertisement here