• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

হিলিতে কমেছে ছোলার দাম

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে ছোলার দাম কেজিতে কমেছে ৫-৭ টাকা। কয়েক দিন আগে ছোলা বিক্রি হতো ৯০-৯২ টাকা কেজি। এখন ৮০-৮৬ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, আমদানি অব্যাহত থাকলে আসন্ন রমজানে ছোলার দাম হাতের নাগালে থাকবে।

সোমবার (১৩ মার্চ) সকালে হিলি বাজার ঘুরে এমনটা জানা যায়। ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত হিলি বন্দর দিয়ে ১৫ হাজার টন ছোলা আমদানি হয়েছে।

হিলিবন্দরের ছোলা বিক্রেতা মো. ফারুক হোসেন বলেন, ‘আমি প্রতিবছর রোজার আগে হিলি থেকে ছোলা কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকি। কয়েক দিন আগে বন্দরের যে ছোলার দাম ছিল বর্তমানে তার চেয়ে কেজিতে কমেছে ৫-৭ টাকা। বাজার ওঠা-নামা করছে। কখনো দাম বাড়ছে আবার কখনো কমছে। তবে ভারত থেকে আমদানি অব্যাহত থাকলে দাম হতের নাগালে থাকবে।’

আরেক ব্যবসায়ী নাজির হোসেন বলেন, ‘প্রতিবছর রোজায় ছোলার চাহিদা বাড়ে। এ কারণেই ফেব্রুয়ারি মাস থেকে এলসি খোলা শুরু করেন ব্যবসায়ীরা। গত মাসে যেসব এলসি খোলা ছিল এখন সেসব এলসির ছোলা আসছে। আমদানি স্বাভাবিক থাকায় দামও কিছুটা কমেছে।’

জানতে চাইলে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, ‘ফেব্রুয়ারি মাসে ৭ হাজার টন এবং চলতি মাসের ১২ দিনেই আমদানি হয়েছে ৮ হাজার টন ছোলা।

Place your advertisement here
Place your advertisement here