• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

নিয়োগ পরীক্ষায় নকল, যুবকের কারাদণ্ড

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

নীলফামারী জেলা প্রশাসক কার্যালয় অফিসের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ফয়সাল ইসলাম চৌধুরী নামে এক পরীক্ষার্থীকে দুইদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার আগে পরীক্ষাকেন্দ্রে নকল করা অবস্থায় ওই যুবককে আটক করে কর্তৃপক্ষ।

শনিবার (১১ মার্চ) দুপুরে ডিসি অফিসের স্থানীয় সরকার জেনারেল সার্টিফিকেট শাখার সিনিয়র সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান এ দণ্ড দেন।

ফয়সাল ইসলাম চৌধুরী জেলা শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা। তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী পদে পরীক্ষা দিচ্ছিলেন।

ডিসি অফিস সূত্রে জানা যায়, জেলার সাধারণ প্রশাসন এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোতে ১৩, ১৪ এবং ১৬তম গ্রেডের পাঁচ ক্যাটাগরিতে ২৮টি শূন্যপদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর ফয়সাল ইসলাম নকল করতে শুরু করেন। দায়িত্বরত পরীক্ষক বিষয়টি দেখতে পেয়ে তাকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুইদিনের কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সিনিয়র সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, অভিযুক্তকে নকল করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইদিনের কারাদণ্ড দেওয়া হয়ছে।

নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। নকল করায় একজনকে কারাগারে পাঠানো হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here