• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

দুই গরুর সঙ্গে ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

লালমনিরহাটে গরুর সঙ্গে ধাক্কা লেগে একটি লোকাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে বিভাগীয় রেলওয়ে স্টেশন থেকে নতুন ইঞ্জিন আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার বিকেলে জেলার আমিনগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন কাকিনা রেলস্টেশন পার হয়ে তুষভান্ডার রেলস্টেশন আসার পথে আমিনগঞ্জ এলাকায় দুটি গরুর সঙ্গে ধাক্কা লাগে। এতে একটি গরু মারা যায় অপর গরুটি আহত হয়। এ সময় গরুর ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে বন্ধ হয়ে যায় লালমনিরহাট-বুড়িমারী রেলপথের ট্রেন চলাচল।

ট্রেনচালক আরিফুল হক রিংকু জানান, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশন থেকে নতুন ইঞ্জিন আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here