• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ঘরে মিলল যুবকের গলিত মরদেহ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ ঘর থেকে মিঠুন সরকার নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের বর্ধনকুঠি এলাকার আনছার আলীর বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মিঠুন সরকার জয়পুরহাট সদরের পেচুলিয়া গ্রামের সন্তোষ সরকারের ছেলে। তিনি মোবাইল ফোন অপারেটর রবির টাওয়ার টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। 

স্থানীয়রা জানায়, চাকরির সুবাদে মাস খানেক আগে ওই বাড়িতে বাসা ভাড়া নেন মিঠুন সরকার। শনিবার দুপুরে তার ঘর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। এ সময় দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে প্রতিবেশীরা দেখেন ঘরে পড়ে আছে মিঠুনের গলিত মরদেহ। পরে ঘরের দরজা ভেঙে মিঠুনের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

রবির রংপুর জোনের অ্যাডমিন অফিসার শামসুজ্জোহার খন্দকার জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন মিঠুন। তার ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি মিঠুনের পরিবারকেও জানানো হয়েছে।  

গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এটা আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Place your advertisement here
Place your advertisement here