• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

দিনাজপুরে শিশু-কিশোর নাট্যোৎসব

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরে ৬ মার্চ থেকে শুরু হচ্ছে ৮ দিনব্যাপী শিশু-কিশোর নাট্যৎসব। এতে মঞ্চায়ন হবে শিক্ষার্থীদের অভিনীত ১৯টি শিক্ষামূলক নাটক। একটি টিকিট কিনে ৩টি করে নাট্যৎসবের নাটক উপভোগ করতে পারবেন সব শ্রেণির দর্শকেরা। 

শনিবার দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নাট্যৎসবের বিস্তারিত তুলে ধরেন আয়োজক ঐতিহ্যবাহী নাট্য সমিতির সভাপতি চিত্তঘোষ, সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু। 

আয়োজক দিনাজপুরের শতবর্ষী সংগঠন নাট্য সমিতির নিজস্ব মঞ্চে উদ্বোধন দিন ৬ মার্চ বিকাল ৫টায় মঞ্চায়ন হবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘কাবুলিওয়ালা’ নাটক। এর আগে আনন্দ শোভাযাত্রা এবং উদ্বোধনীতে উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমসহ অন্যান্যরা। 

আয়োজকরা জানায়, ৬-২০ মার্চ পর্যন্ত ৮দিনে একে একে মঞ্চায়ন করা হবে ‘কাবুলিওয়ালা’, অস্তিত্বের সন্ধ্যানে, মালেকার বিয়ে,অগ্নিগীরি, বাসেত মিয়ার জমি, ডাকঘর, দেশি মুরগী বনাম বিদেশী মুরগী, সিলেবাসের বাইরে প্রধান শিক্ষক, ডেল্লাখের গল্প, বাড়িয়ে দাও হাত, চিকটিক, জুতা আবিষ্কার, কালোছায়া, দুষ্টুবাঘ, ইভটিজিং, ছুটি, সুকুমার রায়, খুকির শিক্ষাসফর এবং খ্যাতির বিড়ম্বনা’ নামক শিক্ষামূলক নাটকসমূহ। প্রতিটি নাটকে অভিনয় করবেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সুলতান কামাল উদ্দিন বাচ্চু, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মিনারা বেগম, সেতারা বেগম, শহীদুল্লাহ, তরিকুল ইসলাম, রবিউল ইসলাম খোকাসহ অন্যান্যরা।

Place your advertisement here
Place your advertisement here