• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

তেঁতুলিয়ায় ৬ ব্যবসায়ীকে ৯৫ হাজার টাকা জরিমানা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ের তেঁতুলিয়া ৬ পাথর ও বালু ব্যবসায়ীকে ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসময় লাইসেন্স ব্যতীত ট্রাক চালানোর দায়ে রুবেল ইসলাম (২৬) নামে চালককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে এই অভিযান শুরু হয়েছে। তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধা পর্যন্ত সড়কের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

জানা গেছে, তেঁতুলিয়া ও বাংলাবান্ধা ইউনিয়নের মহাসড়কের বিভিন্ন এলাকায় পাথর ও বালু রাখায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী পঞ্চগড় সদরের মীরগর এলাকার কাজীমদ্দিনের ছেলে লোকমান আলী লাবুকে (২৬) ৫ হাজার টাকা, বাংলাবান্ধা এলাকার মৃত তৈজুদ্দিনের ছেলে মইনুল হককে (৪৫) ২৫ হাজার টাকা, একই এলাকার নঈমদ্দিনের ছেলে আব্দুল লতিফকে (৫৫) ১০ হাজার টাকা, মান্নাফের ছেলে জিয়াউর রহমানকে (৩২) ২৫ হাজার টাকা, তিরনইহাট ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে জাহাঙ্গীর আলমকে (৩৬) ১৫ হাজার টাকা, পঞ্চগড় সদরের ঘাটিয়াপাড়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে আব্দুল কাশেমকে (২৮) ১৫ হাজার টাকাসহ মোট ৯৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

এদিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বড় সিংগিয়া এলাকার তজিবর রহমানের ছেলে রুবেলকে ৭ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

Place your advertisement here
Place your advertisement here