• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

দিনাজপুরে প্রমিলা খেলোয়াড়দের ফুটবল প্রশিক্ষণ শুরু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরে প্রমিলা খেলোয়াড়দের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে ৩০ জন খেলোয়াড় প্রশিক্ষণ গ্রহণ করছেন। মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ নিবেন দিনাজপুর ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও নওসিন প্রমিলা ফুটবল একাডেমি’র ৩০ জন খেলোয়াড়। প্রশিক্ষণ প্রদান করবেন ফুটবল কোচ বেলাল হোসেন।

বুধবার (০১ মার্চ) বিকেলে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০২২-২০২৩ এর আওতায় দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে এই মাসব্যাপী ফুটবল প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

উদ্বোধনকালে আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, আমাদের জাতীয় খেলা যদিও কাবাডি, কিন্তু ফুটবল খেলায় যত দর্শক উপস্থিত হয় ক্রিকেট খেলায় কিন্তু তা দেখতে পাই না। যদিও বাংলাদেশ ক্রিকেট খুবই জনপ্রিয়। 

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কুল ফুটবল দলের ক্যাপ্টেন ছিলেন। শুধু তাই নয়, তিনি ছিলেন ক্রীড়াপ্রেমি। বর্তমানে তারই যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা কিন্তু ক্রীড়া ক্ষেত্রে অনেক সাফল্য অর্জন করেছি। এখন তোমাদের দিকে দেশ তাকিয়ে আছে। তোমরা তোমাদের ক্রীড়া নৈপুন্য ও প্রতিভা দেখিয়ে শুধু দিনাজপুর নয়, দেশের নাম উজ্জ্বল করবে এবং বিদেশেও দেশের সুনাম বয়ে আনবে। সেই লক্ষ্যে এগিয়ে যেতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিকী) মো. আনিচুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. আরিফুজ্জামান। এসময় ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমানসহ অভিভাবক ও খেলোয়াড়বৃন্দ।

Place your advertisement here
Place your advertisement here