• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

লালমনিরহাটে পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন                       

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

                
লালমনিরহাটে পাঁচ জেএমবি সদস্যকে পৃথক পাঁচটি রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আজ বুধবার (১ মার্চ) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী মো. আকমল হোসেন বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অপরাধে পাঁচ জেএমবি সদস্যের পৃথক পাঁচটি রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সন্ত্রাস বিরোধী আইনের ৬ (২) ধারায় প্রত্যককে পাঁচ হাজার টাকা, ২০০৯, সন্ত্রাস বিরোধী আইনের ৭ ধারায় প্রত্যককে ২০ বছর এবং পাঁচ হাজার টাকা ও ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৮ ধারায় ছয় মাস এক হাজার টাকা, ২০০৯ সন্ত্রাস বিরোধী আইনের ৯ ধারায় সাত বছর, এক হাজার টাকা, ২০০৯ সন্ত্রাস বিরোধী আইনের ১৩ ধারায় যাবজ্জীবন ও পাঁচ হাজার টাকা করে অনাদায়ে আরও এক মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায়ে আরো উল্লেখ করেন, আসামিরা ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৬ (২), ৭, ৮, ৯ ও ১৩ ধারায় আসামী মো. হোসেন আলী লাল, মো. আসমত আলী ওরফে লাল্টু, মো. শফিউল আলম সাদ্দাম, মো. আবু নাঈম মিস্টার ও আলী হোসেন এ অপরাধ সংগঠিত করেছেন বিধায় আসামিদের এসব অপরাধে দণ্ডিত করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here