• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

তেঁতুলিয়ায় অবৈধভাবে পাথর-বালু রাখায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহাসড়ের ওপর অবৈধভাবে পাথর-বালু স্তুপ করে রাখার দায়ে ৫ পাথর ব্যবসায়ীর অর্থদণ্ড ও লাইসেন্স ব্যতীত ট্রাক চালানোর দায়ে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার দুপুরে জেলার তেঁতুলিয়া ও বাংলাবান্ধা ইউনিয়নের অর্ন্তগত জাতীয় মহাসড়কের সড়কের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা। 

এ সময় তিনি অবৈধভাবে মহাসড়কের ওপর পাথর, বালু, নির্মাণ সামগ্রী স্তুপ করে রাখাসহ অস্থায়ী স্থাপনা নির্মাণ করার দায়ে পাঁচজন পাথর ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড এবং ড্রাইভিং লাইসেন্স ব্যতীত যানবাহন চালানোর দায়ে এক ট্রাকচালককে সড়ক পরিবহন আইনে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

এ সময় তেঁতুলিয়া মডেল থানার এসআই গোলাম নুর কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here