• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে নিঃস্ব তিন পরিবার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর, রান্নাঘরসহ ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে ওই গ্রামের ছালে মাহমুদের ছেলে নাদের আলীর ঘরে হঠাৎ আগুন জ্বলতে শুরু করে। মানুষ জেগে ওঠার আগে আগুনের লেলিহান শিখায় মুহূর্তে নাদের আলীর চারটি টিনশেড ঘর, গোয়ালঘর, রান্নাঘর এবং গোয়ালে রাখা তিনটি গাভি পুড়ে যায়। পরে আগুন পাশের আব্দুল কাদের ও মজিদুলের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত নাদের আলী বলেন, আমার বসতঘর, গরু-বাছুর সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার এখন কী হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আগুন কীভাবে লাগছে সেটা বলতে পারছি না।

ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহসান হাবীব জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ভাঙ্গামোড় ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ জানান, সর্বনাশী আগুন পরিবার তিনটির সবকিছু শেষ করে দিয়েছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পরিষদ থেকে প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here