• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

লালমনিরহাটে দুই জঙ্গির ৪২ বছর করে কারাদণ্ড                       

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

                         
লালমনিরহাটে দুই জঙ্গি সদস্যকে ৪২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরও চারজনকে খালাস দেওয়া হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, লালমনিহাটের হাতীবান্ধা উপজেলায় টংভাঙ্গায় গ্রামের কোরবান আলীর ছেলে রাকিবুল ইসলাম রাকিব (২৫) ও একই উপজেলার পুর্ব সিন্দুর্না গ্রামের আমিনুর রহমানের ছেলে নাহিদ হাসান ওরফে নাহিদ বাবু (২৮)।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকমল হোসেন জানান, মো. রাকিবুল ইসলাম রাকিব ও নাহিদ হাসান ওরফে নাহিদ বাবুকে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত থাকায় তিন মামলায় ৪২ বছর করে কারাদণ্ড দেন আদালত। এ সময় উভয় আসামি দুই হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

তিনি আরও জানান, ২০১৭ সালের ২৯ আগস্ট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে গোপন বৈঠক করার সময় পুলিশ তাদের আটক করে।

Place your advertisement here
Place your advertisement here