• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

যাবজ্জীবন সাজার ভয়ে পলাতক ১৫ বছর, অবশেষে গ্রেফতার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

দীর্ঘ ১৫ বছর পলাতক থাকার পর রাজধানীর সাভার এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম। 

গ্রেফতার ওই আসামির নাম মো. বাদশা মিয়া। তিনি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার নলেয়া গ্রামের বাসিন্দা।  

পুলিশ জানায়, অপহরণ ও ধর্ষণের অভিযোগে ২০০৮ সালে ভুরুঙ্গামারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. বাদশা মিয়া দীর্ঘ ১৫ বছর পলাতক ছিলেন। পরে র‍্যাবের সহায়তায় বৃহস্পতিবার আসামিকে রাজধানীর সাভার এলাকা থেকে গ্রেফতার করে ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি দল।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, পুলিশ ও র‍্যাবের সম্মিলিত সহযোগিতায় প্রায় ১৫ বছর পলাতক থাকার পর ওয়ারেন্টমূলে অভিযুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাদশা মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here