• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

লালমনিরহাটে ২ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে লালমনিরহাটে এবারো ১ লাখ ৮২ হাজার ৯৬৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে জেলায় ৩ হাজার ৯৩০ জন স্বাস্থ্যকর্মী ওইদিন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে।

২০ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে জেলায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। 

বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে সিভিল সার্জন হলরুমে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে লালমনিরহাট জেলা সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। এ সময় জেলায় কর্মরত ইলেক্ট্রোনিক্স ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, এবারে লালমনিরহাট জেলায় ১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ১ লাখ ৭১ হাজার ২৮০জন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ২১ হাজার ৩৫৬জন। ১২-৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ২৭৮ জন ও ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ৫০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে।

এ ক্যাম্পেইন বাস্তবায়নে লালমনিরহাটে ৪৬টি ইউনিয়নে মোট স্থায়ী কেন্দ্র ৬টি, অস্থায়ী কেন্দ্র ১ হাজার ১২৬টি, ইউনিয়ন সুপারভাইজারের সংখ্যা ১৩৮টি, ওয়ার্ড সুপারভাইজারের সংখ্যা ৪১৪টি ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন ২ হাজার ২৫২জন। জেলায় মোট স্বাস্থ্য কর্মীর সংখ্যা ৩ হাজার ৯৩০ জন।

প্রেস ব্রিফিং মাল্টি মিডিয়া প্রজেক্টরে সাহায্যে উপস্থাপন করেন লালমনিরহাট মেডিকেল অফিসার (সমন্বয়) ডা. দেলোয়ার হোসেন রাজু।  

Place your advertisement here
Place your advertisement here