• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

কুড়িগ্রামে বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ বন্ধে কর্মশালা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 কুড়িগ্রামে বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ বন্ধে প্রকল্পের যুব নেতাদের সাথে বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে কুড়িগ্রাম আরডিআরএস প্রশিক্ষণ কক্ষে চাইল্ড, নট ব্রাইড প্রকল্পের আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আলী আর রেজা রাজু।

এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মারুফ রায়হান, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা অধ্যক্ষ নুর বখত, জেলা কাজী সমিতির সভাপতি মো. নুরুজ্জামান, চাইল্ড নট ব্রাইড প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। 

কর্মশালায় বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ বন্ধে জেলার ৬টি উপজেলার ৪৫টি ইউনিয়নে কার্যক্রম পরিচালিত হবে। ৪ বছর মেয়াদি প্রকল্পে বাল্যবিবাহ বন্ধে ঝুঁকিপূর্ণ কন্যা শিশুদের তালিকা প্রণয়ন করা হবে এবং ইউনিয়ন পরিষদের বাল্যবিবাহ বন্ধে বাজেট বরাদ্দে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।

Place your advertisement here
Place your advertisement here