• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

দিনাজপুরে বাল্য বিবাহ প্রতিরোধে মিডিয়া কর্মীদের নিয়ে কর্মসূচি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
দিনাজপুরে বাল্যবিবাহ প্রতিরোধে মিডিয়া কর্মীদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমাবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে এবং আরডিআরএসের সহযোগিতায় বাংলাদেশ বাল্য বিবাহ প্রতিরোধ (সিইএমবি) প্রকল্পের আওতায় বাল্য বিবাহ নিরোধ কল্পে জেন্ডার সমতা, শিশু অধিকার এবং শিশু সুরক্ষা বিষয়ক গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে এই ওরিয়েন্টেশন হয়।

অনুষ্ঠানে উপস্থিত প্রিন্ট এন্ড ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন ধরনের সুপারিশ প্রদান করেন। এছাড়া বাল্য বিবাহ প্রতিরোধে এবং জনগণকে লেখনির মাধ্যমে সচেতন করার অঙ্গীকার করেন উপস্থিত সাংবাদিকরা।

ওরিয়েন্টেশনে দিনাপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের বিশাল ভূমিকা রয়েছে। বাল্য বিবাহ বন্ধ করতে শুধু আইন দিয়ে নয়, চাই সর্বস্তরের মানুষকে নিয়ে সামাজিক আন্দোলন। সাধারণ মানুষকে বাল্য বিবাহের কুফল জানাতে সাংবাদিকদের কাজ করে যেতে হবে।

মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোর্শেদ আলী খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ, রংপুর এর ডিভিশনাল ম্যানেজার (সিইএমবি প্রজেক্ট) মেজবাহুন নাহার। প্রজেক্টরের মাধ্যমে বিষয় ভিত্তিক উপস্থাপনা করেন আরডিআরএস’র বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের জেলা সমন্বয়কারী ঝর্ণা বেগম। 

Place your advertisement here
Place your advertisement here