• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

উলিপুরে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী দুস্থদের মাঝে বিতরণ 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ মে ২০২০  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের উলিপুরে পৌর আওয়ামীলীগ নেতাদের বাঁধার মুখে ৫শতাধিক অসহায় দুস্থদের ত্রাণ অবশেষে পূর্বের তালিকা মোতাবেক বিতরণ করা হয়েছে। এসময় কিছু কিছু কাচামাল বিনষ্ট হওয়ার উপক্রম হলেও ত্রাণ পেয়েই খুশি তালিকাভুক্তরা। 
শনিবার (১৬ মে) দুপুরে উলিপুর পৌরসভা চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  পৌর প্যানেল মেয়র আনিছুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর খোলশেদ আলম লিটন, সংরক্ষিত কাউন্সিলর লতা বেগম প্রমুখ।


প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী (মানবিক সহায়তা) হিসেবে উলিপুর পৌরসভায় ৫শতাধিক ব্যক্তিকে এর আওতায় আনা হয়েছিল। পৌর আওয়ামীলীগের প্রভাবশালী নেতারা তালিকায় ত্রুটি আছে উল্লেখ করে ত্রান বিতরন কার্যক্রম বন্ধ করে দিলেও, এই তালিকার বিপরীতে গত এক সপ্তাহেও তারা পৌর কর্তৃপক্ষের কাছে লিখিত কোন অনিয়মের তথ্য দিতে পারেনি।


উল্লেখ্য গত শনিবার (৯ মে) তালিকাভূক্ত ৫শতাধিক লোককে পৌরসভা চত্বরে ডেকে নিয়ে ত্রাণ বিতরণের পূর্ব মূহুর্তে উলিপুর পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক পৌর মেয়রকে মোবাইল করে বিতরণ বন্ধ রাখতে বলেন। তারা জানান, লিস্ট যাচাই বাছাই করবো, তারপর বিতরণ হবে।


পরে উলিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উলিপুর উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টুর হস্তক্ষেপে পূর্বেও তালিকা অনুযায়ী ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

Place your advertisement here
Place your advertisement here