• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

পঞ্চগড়ে ৫০টি শিল্পী পরিবারের মাঝে ঈদ উপহার 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মে ২০২০  

Find us in facebook

Find us in facebook

কোভিট-১৯ করোনা ভাইরাসের কারণে প্রায় দেড় মাস লকডাউনে থাকা পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি ঢাকা ক্লাব লন্ডন (ইউকে) পঞ্চগড়ের কৃতিত্ব সংগীত শিল্পী টিকে তারিক পরিচালনায় ব্যাক্তিগত উদ্যোগে এবং সার্বিক তত্ত্বাবধানে পঞ্চগড় বন্ধু মহল সংঘ প্রায় ৫০টি শিল্পী পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন । 


গতকাল শুক্রবার বিকেলে থেকে পঞ্চগড় শিল্পকলা একাডেমিতে কার্যক্রম চলে।
এদিকে সংগীত শিল্পী টিকে তারিক ঢাকায় অবস্থান করায় মুঠোফোনে তিনি বলেন, মহামারি করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা পঞ্চগড় অনেক শিল্পী মানবেতর জীবন যাপন করছে এই ক্লান্তী লগনে আমার ব্যাকিগত উদ্যোগে এবং ঢাকা ক্লাব লন্ডন (ইউকে) সার্বিক সহযোগীতায় তাদের পাশে দাড়াতে চাই।


ঈদ উপহার  বিতরণ কৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,ভোজ্য তেল, লবণ, সাবান, চিনি, শেমাই , পলার চাল ও শাখসবজি।
এসময় শিল্পীদের মাঝে ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট। শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক আবু তোয়াবুর রহমান,পঞ্চগড় বন্ধু মহল সংঘ সাধারণ সম্পাদক ইভেন, আবুল বাসার প্রমূখ।

Place your advertisement here
Place your advertisement here