• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

পঞ্চগড়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ       

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মে ২০২০  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ৬ পরিবারের ১৩টি ঘরবাড়ি ভস্মিভূত হয়েছে। গরু-ছাগল পুড়ে গেছে। রবিবার গভীর রাতে জেলার বোদা উপজেলার বোদা সদর ও মাড়েয়া ইউনিয়নের (দুই ইউনিয়নের সীমানায়) এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 


বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, বিদ্যুতের শটসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে ১৩টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। দুটি গরু এবং দুটি ছাগল পুড়ে মারা গেছে। টুনিয়া রানী নামে এক নারী আহত হয়েছে। বোদা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম আগুনে ৬ লাখ টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।  


সোমবার (১১ মে) দুপুরে বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও দুটি করে কম্বল বিতরণ করেছেন। এছাড়া মাড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম শামীম ক্ষতিগ্রস্থ প্রত্যেককে ব্যক্তিগত ভাবে এক হাজার করে টাকা সহায়তা করেছেন। 

Place your advertisement here
Place your advertisement here