• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

বীরগঞ্জে প্রথমবারের মতো মেডিকেল অফিসার সহ ৪ জন করোনা রোগী শনাক্ত 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মে ২০২০  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের বীরগঞ্জে করোনায় প্রথমবারের মতো উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সহ ৪ জন আক্রান্ত হয়েছে।দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আর টি পিসি আর ল্যাব হতে আজ রোববার বীরগঞ্জ উপজেলার ৯ টি নমুনা ফলাফলের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ৪টি নমুনা ফলাফলের রিপোর্ট পজিটিভ ও  ৫ টি নমুনা ফলাফলের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।

করোনা শনাক্ত ৪জন হলেন বীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মোঃ তানভীর আহমেদ সহ বীরগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের পোষ্ট অফিস পাড়া এলাকার মোঃ আব্দুল জব্বারের ছেলে মোঃ আব্দুল মহাসিন আলী (৩৪), ৪নং পাল্টাপুর ইউনিয়নের দক্ষিণ সেনগ্রামের কামাখার ছেলে দিপকর (২৮) এবং ৬ নং নিজপাড়া ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে রাকিব( ১৮)। রবিবার (১০মে) রাতে উপজেলা প:প:কর্মকর্তা ডা.মো: আনোয়ার উল্লাহ এ বিষয়টি নিশ্চিত করেন।

রাতে সহকারী কমিশনার (ভূমি) মো: রমিজ আলমের নেতৃত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আনোয়ার উল্লাহ এর সহযোগিতা নিয়ে ডা: সমরেশ দাস,ডা: সাইফুর ইসলাম এবং পুলিশ সদস্য ও জনপ্রতিনিধি কে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টির মধ্যে আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে সার্বিক খোঁজ-খবর নেয়া হয়। রোগীদের বাড়ী ও তাদের লকডাউন করে দেওয়া হয়।

এ ব্যাপার প:প: কর্মকর্তা ডা: আনোয়ার উল্লাহ জানান, বর্তমানে জনের মধ্যে তিনজনের উপসর্গ নেই। একজনের মূদু উপসর্গ রয়েছে। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here