• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

যুবদলের কমিটিতে দুর্নীতি: নয়াপল্টনে পদবঞ্চিতদের বিক্ষোভ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

     
যুবদলের নবগঠিত কমিটিতে দুর্নীতি, পদ বাণিজ্য, অযোগ্যদের পদায়ন এবং ত্যাগী নেতাদের অবমূল্যায়ন ও পদবঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ করেছে সংগঠনটির পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় তারা যুবদলের কমিটি বাতিল ও ত্যাগী কর্মীদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে স্লোগান দেন।

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের এ বিক্ষোভ মিছিল হয়।

বিক্ষোভকারীদের বক্তব্য, যুবদলের নবগঠিত কমিটিতে দুর্নীতি, পদ বাণিজ্য ও মোটা অংকের টাকার বিনিময়ে অযোগ্যদের পদায়ন করা হয়েছে। এর ফলে যোগ্য হয়েও পদবঞ্চিত হয়েছেন রাজপথের পরীক্ষিত নেতাকর্মীরা। অবিলম্বে দুর্নীতির মাধ্যমে গঠিত এ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন ও যোগ্য নেতাকর্মীদের পদায়ন করারও দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিলে অংশ নেন- যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আলী আশরাফ, কামাল উদ্দিন, সাবেক সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সামসুর রহমান, রফিকুল ইসলাম রতন, এস এম মিজান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ওমর তাহের বাবু, ছাত্রদল সাবেক সহ-সভাপতি তারেক উজ জামান, শোয়াইব খন্দকার, আশরাফুর রহমান বাবু, হুমায়ুন কবির, জাকির হোসেন খান, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সোহাগ, এবিএম মহসিন বিশ্বাস, সাবেক সহ-সাধারণ সম্পাদক কাজী মেজবাহুল আলম, সুমন চৌধুরী, যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শরিফ হাফিজ প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here