• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

বিএনপি থেকে অনেকেই আওয়ামী লীগে যোগ দিতে আগ্রহী: কাদের

দৈনিক রংপুর

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

বিএনপি থেকে অনেকেই আওয়ামী লীগে যোগ দিতে আগ্রহী বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, এই যোগদান ঠেকাতে পারবেন না মির্জা ফখরুল (বিএনপি মহাসচিব)।

ওবায়দুল কাদের অভিযোগ করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জয়ী হতে পারবে না। আর তা জেনেই তফসিল ঘোষণার পর সহিংসতার পথ বেছে নিয়েছে দলটি।

এসময় তিনি আরো বলেন, বিএনপি বা ঐক্যফ্রন্ট জয়ী হবে এমন নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত দলটি অভিযোগ করেই যাবে। তবে তারা সহিংসতার পথ বেছে নিয়ে যে অপরাধ করেছে, তাদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না।

ওবায়দুল কাদের বলেন, আসন বণ্টন নিয়ে আভ্যন্তরীণ কোনো সমস্যা নেই। মৌখিক সমঝোতায় সব ঠিক হয়ে গেছে। অচিরেই ঘোষণা আসবে।

তিনি দাবি করে বলেন, বিএনপি’র অনেক নেতা-কর্মীই এখন আওয়ামী লীগে যোগ দিতে আগ্রহী। দলীয় প্রধানের সবুজ সংকেত পেলে সেই স্রোত মির্জা ফখরুলের পক্ষে ঠেকানো সম্ভব না।

Place your advertisement here
Place your advertisement here