• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

যেকোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারবে: নানক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বাংলাদেশের সংবিধানে নির্দলীয় সরকার বলতে কিছু নেই। নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করবে। সুতরাং যেকোনো রাজনৈতিক দল চাইলেই নির্বাচনে অংশ নিতে পারবে।

শুক্রবার বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নানক আরো বলেন, সারাদেশের কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার। ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, প্রশাসনিক কর্মকাণ্ডে সার্বিকভাবে সহায়তা করতে পারে। নেতৃত্ব বিকাশে ছাত্র সংসদ বিরাট ভূমিকা পালন করতে পারে।

সংরক্ষিত সংসদ সদস্য সুলতানা নাদিরার সভাপতিত্বে অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মাদ গোলাম কিবরিয়া, উপাধ্যক্ষ প্রফেসর ড. এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর খান মো. গাউস মোসাদ্দেক ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আল আমিন সরোয়ারসহ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here