• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

বিএনপি নেতারা নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য: মায়া চৌধুরী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, নির্বাচন ছাড়া সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতাসীন হওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এই দলের প্রধানসহ অনেকেই দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। তারা বর্তমানে নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য।

সোমবার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘আমরা স্বাধীনতার সন্তান’ সংগঠনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মায়া চৌধুরী বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার সাংবিধানিক কোনো বিকল্প পথ নেই। আসন্ন নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, প্রয়াত আব্দুল জলিল বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একজন পরিশুদ্ধ মানুষ ছিলেন। তিনি ছিলেন কর্মীবান্ধব আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা।

সংগঠনের উপদেষ্টা মো. নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার কবির এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সারওয়ার হোসেন। সংগঠনের সভাপতি হুমায়ুন কবির মিজি অনুষ্ঠান সঞ্চালনা করেন।

Place your advertisement here
Place your advertisement here