• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

সালাহউদ্দিনের মুক্তিতে খুশি নন ফখরুল!

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি পেয়েছেন। মেঘালয় রাজ্যের শিলং জজ আদালতের আপিল বিভাগের রায়ে কোনো বাধা ছাড়াই দেশে ফিরতে পারবেন তিনি। তবে এ খবরে খুশি নন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আদালতের রায়ের তথ্য জানার পরই চিন্তিত হয়ে পড়েছেন তিনি।

বিএনপি সূত্রে জানা গেছে, দেশে ফিরলে দলের বড় চেয়ারটি সালাহউদ্দিনকে দেওয়া হতে পারে। এ খবরেই চিন্তার ভাঁজ দেখা দিয়েছে মির্জা ফখরুলের কপালে। কেননা মহাসচিব পদে দীর্ঘদিন থেকেও দলকে ভালো কিছু উপহার দিতে পারেননি তিনি। ফলে তার জায়গায় অন্য কাউকে খুঁজছে বিএনপির হাইকমান্ড। এ কারণে মহাসচিব পদে যোগ্য লোক হিসেবে সালাহউদ্দিনের নাম প্রকাশ করেছেন অনেক নেতা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা জানান, মির্জা ফখরুল মহাসচিব হিসেবে ব্যর্থ। নেতা হিসেবেও অযোগ্য। বিএনপিতে গতি ফেরাতে নতুন কাউকে প্রয়োজন। এমন অবস্থায় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি পাওয়ায় তাকেই মহাসচিব হিসেবে দেখতে চান অনেক নেতা।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, জনগণের পাশাপাশি নেতাকর্মীরাও বিএনপির প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। তাই সালাহউদ্দিন ফিরে এসে দলের কতটুকু উপকার করতে পারবেন তা বলা মুশকিল। এর চেয়ে বিএনপির উচিত জনগণের কাছে গিয়ে আস্থা পুনরুদ্ধারের চেষ্টা করা। এছাড়া রাজনীতির মাঠে তাদের কোনো কর্মসূচিই কাজে আসবে না।

Place your advertisement here
Place your advertisement here