• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

ছাত্রদলের ভূমিকায় হতাশ খসরু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

বিএনপির চলমান যুগপৎ আন্দোলনসহ নানা কর্মসূচিতে প্রত্যাশা অনুযায়ী ভূমিকা রাখতে পারেনি ছাত্রদল। বারবার আন্দোলন ব্যর্থ হওয়ার পেছনে নানা কারণের মধ্যে এটাও অন্যতম। এর ফলে ছাত্রদলের প্রতি হতাশা ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আন্দোলনে ছাত্রদল বিএনপির মূলশক্তি, অন্যান্য অঙ্গ-সংগঠন সহায়ক শক্তি। কিন্তু রাজপথে ছাত্রদলকে গুরুত্বপূর্ণ ভূমিকায় পাওয়া যাচ্ছে না। উল্টো নানা অনিয়ম-অপকর্মে জড়িয়ে বিতর্কিত হচ্ছে সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের সঙ্গে এক আলোচনা সভায় এ কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি আরো বলেন, এক সময় ছাত্রদল ছিল বিএনপির রাজপথের সবচেয়ে বড় শক্তি। কিন্তু দিনদিন তারা দলীয় কর্মকাণ্ড থেকে গুটিয়ে নিচ্ছে। একই সঙ্গে জড়িয়ে পড়ছে নানা অপকর্মে। ফলে বিএনপির কোনো কর্মসূচিতেই দেখা মিলছে না ছাত্রদলের। এ কারণে বিএনপির দেশব্যাপী সমাবেশ ফ্লপ হয়েছে।

খসরু বলেন, সাংগঠনিক কর্মসূচি পালন না করে ছাত্রদল দিনদিন দুর্বল হয়ে পড়েছে। কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যায়ের নেতারা জড়িয়ে পড়েছে কমিটি গঠনে অনিয়ম, পদ বাণিজ্যসহ নানা অপকর্মে। ফলে ত্যাগী কর্মীরাও নিজেদের গুটিয়ে নিয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে না এলে ছাত্রদল আর কোনোদিন শক্তিশালী হতে পারবে না।

Place your advertisement here
Place your advertisement here