• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

নির্বাচনে না এলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে: কৃষিমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে। তাদের আন্দোলনে সরকারের পতন হবে না। বৃহস্পতিবার কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের প্রেসিডেন্ট ববি কাওনের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি ২০১৪ সালের মতো এবারও নির্বাচনে না এলে তাদের অস্তিত্ব সংকট হবে। দেশের সার্বিক অর্থনীতির বিষয়ে মানুষকে তারা বিভ্রান্ত করতে পারবে না।

কানাডার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, কানাডার সঙ্গে ব্যবসা-বাণিজ্য আরো সম্প্রসারণ ও সহজ করতে আলোচনা করেছি। যখন আমরা রাশিয়া ও বেলারুশ থেকে পটাশিয়াম আনতে পারছিলাম না। তখন তারা পটাশিয়াম সরবরাহ করে বড় ভূমিকা রেখেছিলেন। তাদের পক্ষ থেকে ক্যানোলা বা সরিষার তেললের ট্যারিফ সয়াবিন ও পাম তেলের সমান করার দাবি জানা নো হয়েছে। আরও কিছু ব্যবসায়িক আলোচনা হয়েছে।

ড. আব্দুর রাজ্জাক বলেন, আমরা তাদের অনুরোধ করেছি তারা বাংলাদেশ থেকে বিভিন্ন কৃষিপণ্য নিতে পারে। সেই ব্যাপারে তারা সহযোগিতা করবে। এগ্রো প্রসেসিংয়ে এখানে দক্ষতা বাড়াতে তারা এগিয়ে আসবে।

কৃষিমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এ যুদ্ধ তাড়াতাড়ি বন্ধ হওয়া উচিত। কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের প্রেসিডেন্ট ববি কাওন বলেছেন, তারাও চান যুদ্ধ বন্ধ হোক।

Place your advertisement here
Place your advertisement here