• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

রংপুর-১ আসনে রেজাউল করিম রাজুর পক্ষে মনোনয়ন সংগ্রহ

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

রংপুর- ১ (গঙ্গাচড়া ও রসিক এর আংশিক) আসনে রংপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা এ্যাড’: রেজাউল করিম রাজুর পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছে স্থানীয় আ’লীগের নেতা-কর্মীরা।

শুক্রবার সকালের দিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যলয় ধানমন্ডি ৩/ এ রেজাউল করিম রাজুর পক্ষে মনোনয়ন গ্রহন করে গঙ্গাচরা উপজেলা ও রসিক এর ৮ টি ওয়ার্ডের আ’লীগের নেতা-কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দীন আহম্মেদ, রংপুর জেলা আ’লীগের সাংগঠনিক আনোয়ারুল ইসলাম,গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম,বুলবুল আহম্মেদ , লক্ষীটারী ইউনিয়ন আ’লীগের সাঃ সম্পাদক মমিনুর ইসলাম রব্বানী, মর্নেয়া ইউনিয়নের আ’লীগের সভাপতি মনতাসের আলী ভুট্টু বেতগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নির্মলেন্দু গোস্বামী সহ আরও অনেক নেতৃবৃন্দ।

মনোনয়ন সংগ্রহ করার পর গঙ্গাচড়া উপজেলা আ’লীগ নেতা বুলবুল আহম্মেদ প্রতিবেদক কে বলেন,রংপুর-১ আসনটিতে দীর্ঘ সময় নৌকার প্রার্থী না দেওয়ায় জাতীয় পার্টির একান্ত নিজের আসন বলে পরিচিত লাভ করেছে এই আসনটি। তবে এবার আমরা (স্থানীয় আওয়ামী লীগ) আছি এবার কঠোর অবস্থানে। যেকোনো মূল্যে জাতীয় পার্টির এই আসনটি চাই আমরা। মহাজোটের শরিক হলেও এবার আর আসনটি জাপাকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন,রংপুর ১ আসনের জন্য যোগ্য প্রার্থী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু।আমরা তাই নেতা-কর্মীরা সবাই মিলে রাজু ভাইয়ের পক্ষে আজ মনোনয়ন সংগ্রহ করলাম।

এছাড়াও আরও জানা যায়,রংপুর সদর -৩ এ জেলা আ’লীগের সভাপতি মমতাজ উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম নিজ নিজ মনোনয়ন সংগ্রহ করে।

Place your advertisement here
Place your advertisement here