• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

চোর ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা বেরোবি প্রক্টরের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪  

Find us in facebook

Find us in facebook

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় চোর ধরতে পারলে পুরস্কার ঘোষণা করেছেন প্রক্টর ড. ফেরদৌস রহমান।

শনিবার (১৯ অক্টোবর) রাতে বেরোবি প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেছেন, ক্যাম্পাসে চোর ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছি। যে চোর ধরতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। তবে কি পুরস্কার দেওয়া হবে সে বিষয়ে কোনো কিছু বলেননি তিনি। তিনি বলেন, ক্যাম্পাসে আনসার ও নিরাপত্তাকর্মীরা নজরদারি করছে। আমরা চোরকে ধরার জন্য সব ধরনের চেষ্টা করি। সম্প্রতি চুরির উপদ্রব বেড়েছে। শিক্ষার্থীরা অভিযোগ পত্র জমা দিয়েও মিলছে না কোনো সুরাহা। একের পর এক চুরির ঘটনা ঘটছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। গত ৬ মাসে প্রশাসনিক ভবন, আবাসিক হল, মসজিদের সামনে এমনকি শিক্ষক ডরমিটরি থেকেও প্রায় ১০টি বাই সাইকেল ও মোটরসাইকেল হারিয়ে গেছে। সিসি টিভি ক্যামেরা থাকলেও কোন চোরকে ধরা সম্ভব হয়নি।
গত কয়েক মাসে ক্যাম্পাসে মাদকের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় চুরির মতো ঘটনা ঘটছে বেশি। আর চোরদের সঙ্গে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত থাকায় সহজেই সিসি টিভি ক্যামেরা ও আনসার সদস্যদের ফাঁকি দিয়ে এ ঘটনাগুলো ঘটাচ্ছে।

Place your advertisement here
Place your advertisement here