• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

নিরাপদ রংপুর জেলা গড়ে তোলার প্রত্যয় পুলিশ সুপারের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জুলাই ২০২৪  

Find us in facebook

Find us in facebook

নবাগত রংপুর জেলা পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম বলেছেন, বঙ্গবন্ধুর স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছে সরকার। সেই ধারা অব্যাহত রাখতে আমরা কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। রংপুরকে নিরাপদ জেলা হিসেবে  গড়ে তুলতে চাই। রংপুরকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত করাই আমাদের মূল লক্ষ্য। মাদকের সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের সাথে পরিচয় পর্ব ও মতবিনিময় সভায় প্রতিটি থানায় স্মার্ট পুলিশি সেবা প্রদান, কিশোর গ্যাং দমন, জুয়া-চুরি রোধ এবং জেলার চরাঞ্চলসহ সর্বত্র শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, নিরাপদ রংপুর গড়তে সাংবাদিক ও পুলিশের সমন্বয় দরকার। আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন। আমরা চাই না রংপুরে আর  কেউ নতুন করে সন্ত্রাসী কার্যকলাপ করুক।

সকলের সহযোগিতার মাধ্যমে মাদক-সন্ত্রাসমুক্ত শান্তির জেলা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন রংপুর জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মো. শাহজাহান।

এ সময় উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলমসহ রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Place your advertisement here
Place your advertisement here