• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আলেয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইউনিটে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আ. ম. আখতারুজ্জামান।

আলেয়া বেগম জেলার পীরগাছা উপজেলার গোয়ালু গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী।

রমেক হাসপাতাল ও নিহতের পরিবারে সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় দিকে আলেয়া বেগম পুকুরে গোসল করেন। পরে ঠান্ডা লাগায় খড়ে আগুন জ্বালিয়ে পোহাতে গেলে তার কাপড় ও শরীর মারাত্মকভাবে পুড়ে যায়। এসময় আলেয়ার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। পরিবারের লোকজন এদিন দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাকে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে তার মৃত্যু হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আ. ম. আখতারুজ্জামান জানান, অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইউনিটে মোট ৩০ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। শনিবার একজনের মৃত্যু হয়েছে। প্রতি শীত মৌসুমে এ রকম অগ্নিদগ্ধের ঘটনা ঘটছে। এ বিষয়ে সচেতনতা বাড়ানো দরকার।

Place your advertisement here
Place your advertisement here