• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

পীরগাছায় রেললাইনের নাশকতা প্রতিরোধে আনসার ভিডিপি নিয়োগ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রংপুরের পীরগাছা উপজেলায় ২১ কি.মি. রেললাইনে ৯টি পয়েন্টে নিরাপত্তা ও রেল চলাচলে সুরক্ষিত যাতায়াতের জন্য এবং নাশকতা প্রতিরোধে দায়িত্ব পালন করছেন ৭২জন আনসার ভিডিপি সদস্য। জীবনের ঝুঁকি নিয়ে দেশের সম্পদ ও জনগণের জানমালের রক্ষায় নিরাপত্তার দায়িত্বে ব্যস্ত সময় পার করছেন তারা।

উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে রেললাইন পাহারারত অবস্থায় দেখা গেছে তাদের। কয়েকজন আনসার সদস্যের সাথে কথা বলে জানা গেছে সরকারি নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালনে আমরা বদ্ধপরিকর যে কোন ধরনের নাশকতা মোকাবেলায় সজাগ আছে তারা।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমি জানান,  রেললাইনের নিরাপত্তা ও রেল চলাচলে সুরক্ষিত যাতায়াতের জন্য ৯পয়েন্টে আনসার সদস্য ভাগ করা হয়েছে। ৩শিফটে ৭২জন আনসার ও ভিডিপি সদস্যরা রেললাইন পাহাড়ায় নিয়োজিত আছেন। 

পয়েন্টগুলো হচ্ছে-অন্নদানগর রেলগেইট, বটতলী রেল পয়েন্ট, কালীগঞ্জ রেলগেইট, কুকরা ভাঙ্গা রেলব্রিজ পয়েন্ট, হেলিপ্যাড রেল পয়েন্ট, উঁচাপাড়া রেল পয়েন্ট, দিলালপাড়া রেলব্রিজ পয়েন্ট, চৌধুরাণী রেলগেইট পয়েন্ট ও ইচলারহাট রেল পয়েন্টে।

Place your advertisement here
Place your advertisement here