• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

দাওয়াতে এসে শ্বশুরবাড়িতে খুন হলেন জামাই

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রংপুরের পীরগাছা উপজেলায় শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে এসে আবু তাহের নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত আবু তাহের উপজেলার দেউতি এলাকার আয়নালের ছেলে। রোববার রাতে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতের স্ত্রীর বড় ভাই নুর হোসেন জানান, ভগ্নিপতিকে দাওয়াত দিয়েছিলাম। খাওয়া করে রাত হওয়ায় আর বাড়ি যেতে দেইনি তাকে। রাত আড়াইটার  দিকে বেশ কিছু ছেলে এসে আমার বাড়ি ঘর ভাঙচুর করে। এ সময় আমার ছেলে ও ভগ্নিপতি বের হলে তাদের ওপর হামলা চালায় তারা। এতে রাতেই আবু তাহের মারা যায়। এই হত্যার সুষ্ঠু বিচার চাই।

জানা যায়, দীর্ঘদিন ধরে ৩০ শতাংশ জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল স্থানীয় নূর হোসেন ও আবু কালামের। ওই ঘটনায় গত ১১ অক্টোবর মারামারি হয় দুইপক্ষের। পরে বিষয়টি মীমাংসা হয়। রোববার দিন থেকে আবারো উত্তেজনা ছড়ায় আবু কালামের লোকজন। মধ্যরাতে হামলা চালায় নূর হোসেনের বাড়িতে। সে সময় দাওয়াতে আসা আবু তাহের দরজা খুলে বের হলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে রাসেল বলেন, আমার বাবাকে রাতে মামা দাওয়াত দিয়েছিলেন। সেই দাওয়াতে এসেছিলেন বাবা। তিনি তো কারো সঙ্গে মারামারি করেননি। তাকে বাড়ি থেকে টেনে নিয়ে মারলো। আমার বাবার হত্যার বিচার চাই।

পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, শুনেছি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একজনের মৃত্যু হয়েছে। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

Place your advertisement here
Place your advertisement here