• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

রংপুরে মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩  

Find us in facebook

Find us in facebook

আজ শুক্রবার সাড়ে ৩টায রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডস্থ বাংলাদেশ পুলিশ কমিশনার (অপরাধ) এর কার্যালয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন কাজী মুত্তাকী ইবনু মিনান, বিপি, উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা বিভাগ ডিবি রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ডিবি, মোঃ কফিল উদ্দিন, পুলিশ পরিদর্শক মোঃ মশিউর রহমান প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার কাজী মুত্তাকীন ইবনে মিনান বলেন, গত ২৪ আগস্ট ২০২৩ তারিখে রাত ১১টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, ডিবি, কাজী মুত্তাকী ইবনু মিনান এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার ডিবি মোঃ কফিল উদ্দিন এর অপারেশন পরিকল্পনায় হারাগাছ থানাধীন চিনমন পূর্ব পাড়ার মোঃ বাদশা আলম, পিতা মোঃ রফিকুল ইসলাম এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ৫০০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। 

পরিশেষে উপস্থিত সকলের কাছে মাদক বিরোধী অভিযানের তথ্য ও সমর্থন প্রত্যাশা করে সংবাদ সম্মেলন শেষ করেন।

উল্লেখ্য, প্রতি পিস মাদকের মূল্য প্রায় ৪০০ টাকা। ৫০০ পিস মাদকের বর্তমান মূল্য প্রায় ২০০০০০ লক্ষ টাকা।

Place your advertisement here
Place your advertisement here