• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

রসিকে ১ লাখ ২৯ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 রংপুর সিটি করপোরেশন এলাকায় আগামী ২০ ফেব্রুয়ারি দিনব্যাপী ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ লাখ ২৯ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার রসিক সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন রসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মিঞা। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ২০ হাজার জন শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯ হাজার শিশুকে লাল রংয়ের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য রংপুর সিটি করপোরেশনের ৩৩ টি ওয়ার্ডে ২৯৭ টি কেন্দ্রের মাধ্যমে ৩৩ জন প্রথম সারির, ৭ জন দ্বিতীয় সারির, ৪ জন তৃতীয় সারির সুপারভাইজার ও ৫৯৪ জন স্বেচ্ছাসেবী সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কাজে নিয়োজিত থাকবেন। 

সংবাদ সম্মেলনে রংপুর সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রাণী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান এবনে তাজ, স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম, প্রশাসনিক কর্মকর্তা নাইমুল হক উপস্থিত ছিলেন। 

Place your advertisement here
Place your advertisement here