• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

রংপুরে বিএসটিআই’র অভিযানে কাউনিয়ায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

রংপুর জেলার কাউনিয়া উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন, কাউনিয়া, বিএসটিআই, রংপুর ও কাউনিয়া থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বিজ্ঞ আদালত ১টি মাংসের দোকানে ওজন ও পরিমাপে কম দেওয়ায় ৫০০/- টাকা এবং মেসার্স তিথী জুয়েলার্স, মীরবাগ, কাউনিয়া, রংপুর প্রতিষ্ঠানটিকে তাদের ব্যবহৃত ওজনযন্ত্র ভেরিফিকেশন না করার অপরাধে ৫০০/- টাকা সহ মোট ১,০০০/-(এক হাজার) টাকা জরিমানা করেন। উক্ত আদালত পরিচালনা করেন কাউনিয়া’র উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস এম নাজিয়া সুলতানা। উক্ত আদালতকে সহায়তা করেন বিএসটিআই, রংপুর অফিসের কর্মকর্তা জনাব মিঠুন কবিরাজ, পরিদর্শক(মেট্রোলজী)। উল্লেখিত প্রতিষ্ঠানগুলিকে বিএসটিআই কর্তৃক ওজনযন্ত্র ভেরিফিকেশন করা ও সঠিক পরিমাপ অনুযায়ী পণ্য বিক্রির পরামর্শ দেওয়া হয়। উপজেলা প্রশাসনের সহায়তায় বিএসটিআই’র এরূপ অভিযান আরও জোরদার করা হবে।

Place your advertisement here
Place your advertisement here