• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

ত্বকের যত্নে দীপিকা পাড়ুকোনের পরামর্শ জেনে নিন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

বলিউডের ‘কুইন বি’ বলে আখ্যা দেওয়া হয় দীপিকা পাড়ুকোনকে। অভিনয়ের পাশাপাশি তার রূপের ছটায় মাতোয়ারা আট থেকে আশি। তবে তার এই রূপের বাহার কিন্তু নামীদামি কোনো প্রসাধনী মেখে হয়নি। বাড়িতে বানানো সাধারণ কিছু উপকরণ দিয়ে বানানো ফেসপ্যাকই তার পছন্দের।

কীভাবে বানাবেন এই প্যাক: লাভা থেকে বেরিয়ে আসা ছাই দিয়ে তৈরি হয় এই প্যাক। হাতের কাছে এমন ক্লে বা মাটি না থাকলে মূলতানি মাটি দিয়েই কাজ চালাতে পারেন। ১ চামচ মাটির সঙ্গে আধা চা চামচ গুঁড়া করা ওট্‌স সাধারণ পানি দিয়ে গুলে নিন। এর সঙ্গে মিশিয়ে নিন কয়েক ফোঁটা টি ট্রি অয়েল। ভালো করে মিশিয়ে নিয়ে মুখে মেখে রাখুন আধ ঘণ্টা। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কীভাবে কাজ করে এই প্যাক: লাভার ছাই থেকে যে বিশেষ মাটি পাওয়া যায়, সেটি মুখের সেবাম ক্ষরণ নিয়ন্ত্রণ করে। সঙ্গে ওট্‌স প্রাকৃতিক ভাবে মুখ ‘এক্সফেলিয়েট’ করে। আর টি ট্রি অয়েল মুখে র‌্যাশ বা ব্রণের সমস্যা থাকলে তা দূর করে।

এর পাশাপাশি ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে দীপিকা জোর দেন মনের উপর। মুখই মনের আয়না। তাই মনের শান্তি বজায় রাখতে নিয়মিত ধ্যান করা জরুরি। রাতে ঘুমোতে যাওয়ার সময়ে অবশ্যই ভালো করে মেকআপ তুলে মুখে সেরাম, রাতের ক্রিম এবং চোখের তলার কালি দূর করতে আই ক্রিম মেখে তবেই ঘুমাতে যান দীপিকা।

Place your advertisement here
Place your advertisement here