• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

ভারতে তিন বাংলাদেশি গ্রেপ্তার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪  

Find us in facebook

Find us in facebook

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ত্রিপুরায় বাংলাদেশ-ভারত সীমান্তে অভিযান চালিয়ে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিএসএফ। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও বেআইনি কার্যকলাপ ঠেকাতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে বিএসএফ সদস্যরা ভারত-বাংলাদেশ সীমান্তে বড় ধরনের চোরাচালানের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে। এ সময় ত্রিপুরা সীমান্ত থেকে ৩৪ লাখ ৯৬ হাজার ৪৭৯ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। অন্যদিক, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএসএফের কর্মকর্তারা ত্রিপুরা সীমান্তের অন্য একটি এলাকায় মাদক চোরাচালানের আরেকটি প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। পরে সেখান থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং ফেনসিডিল জব্দ করেছে বিএসএফ। যার মূল্য ২৭ লাখ ৮৬ হাজার টাকার বেশি বলে জানিয়েছেন কর্মকর্তারা। অন্য এক অভিযানে ৭ লাখ ১০ হাজার টাকা মূল্যের গবাদি পশু ও নিষিদ্ধ মাদকের একটি চালান আটকে দিয়েছেন বিএসএফ সদস্যরা।

Place your advertisement here
Place your advertisement here