• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

কারাগারে গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপের অভিযোগ ইমরান খানের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জুলাই ২০২৪  

Find us in facebook

Find us in facebook

 

বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেখান থেকে আবারো গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন পিটিআই প্রতিষ্ঠাতা।

এর আগে ক্ষমতা হারানোর পর বারবার গোয়েন্দা সংস্থার দিকে অভিযোগ তুলেছিলেন পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী। গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক না পাওয়ার পেছনে সেনাবাহিনীর দিকে আঙুল তুলেন তিনি। 

ইমরানের দাবি, জেলের অভ্যন্তরীণ বিষয় নিয়েও কলনাড়ি নাড়ছে দেশটির সেনাবাহিনী। এর বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

মঙ্গলবার আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে আলাপে ইমরান বলেন, আদিয়ালা কারাগারে আইএসআই মেজর ও কর্নেলদের উপস্থিতি নিয়ে আমরা আদালতে একটি আবেদন করেছি।

তিনি আরো বলেন, জেল সুপার আইএসআইয়ের আদেশ অনুসরণ করছেন, যার ফলে আমার প্রতি যেনো কোনো নম্রতা দেখানো না হয় তা নিশ্চিত করার জন্য দুই কর্মকর্তাকে বদলি করেছেন।

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর সরকার গঠন করেছে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএলএন) এবং বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। নতুন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন পিএমএলএনের শেহবাজ শরিফ। অপরদিকে দেশটির নতুন প্রেসিডেন্ট পিপিপির আসিফ আলী জারদারি।

এই নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে ইমরান বলেন, নির্বাচনের পর পাঁচ মাস কেটে গেছে। আমি এখনও জানি না কে জিতেছে বা হেরেছে।

Place your advertisement here
Place your advertisement here