• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

সর্বকালের সবচেয়ে বড় বিক্ষোভ ইসরাইলে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

গত ১০ সপ্তাহ ধরে ইসরায়েল জুড়ে বিক্ষোভ কর্মসূচি চলছে। দেশটির কয়েক লাখ মানুষ অংশ নিয়েছেন এ বিক্ষোভে। নেতানিয়াহুর আইনি সংস্কার পরিকল্পনার প্রতিবাদ আর বিক্ষোভে ফেটে পড়ছে তেল আবিব। কেউ কেউ বলছেন, দেশটির ইতিহাসে সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ এটি। 

প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, সংস্কারের মধ্য দিয়ে আদালতের ক্ষমতা খর্ব হবে এবং সরকারের বিভিন্ন শাখার মধ্যে ভারসাম্য ফিরে আসবে। তবে বিরোধীরা বলছে, সরকারের এ পরিকল্পনা গণতন্ত্রের জন্য হুমকি।

স্থানীয় সময় শনিবার রাতের প্রতিবাদ বিক্ষোভে বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেছেন, ইসরাইল সবচেয়ে বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

শনিবারের বিক্ষোভের আয়োজকরা বলেছেন, ইসরাইল জুড়ে রাস্তায় রাস্তায় কমপক্ষে ৫ লাখ মানুষ বিক্ষোভ করেছেন। হারেজ পত্রিকা একে ইসরাইলের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিবাদ-বিক্ষোভ বলে বর্ণনা করেছে। প্রায় দুই লাখ বিক্ষোভকারী জড়ো হয় তেলআবিবে। তাদের অনেকের হাতে ছিল ইসরাইলের জাতীয় পতাকা।

বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিদ দক্ষিণাঞ্চলীয় শহর বেয়ের শেভাতে বলেন, দেশটি তার ইতিহাসে সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হচ্ছে। তিনি আরো বলেন, সন্ত্রাসবাদের ঢেউ আমাদের আঘাত করছে, আমাদের অর্থনীতি বিপর্যস্ত হচ্ছে, দেশ থেকে অর্থপাচার হচ্ছে। 

Place your advertisement here
Place your advertisement here