• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

ইলন মাস্ক যে কারণে ধনীর শীর্ষস্থান হারালেন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

বিশ্বের ধনীতম ব্যক্তির শীর্ষস্থান ফিরে পাওয়ার ৪৮ ঘণ্টা না কাটতেই সেই তকমা হারালেন জনপ্রিয় সামাজিকমাধ্যম টুইটারের প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক।

জানা গেছে, একদিনে প্রায় ১৯০ কোটি ডলার খুইয়েছেন তিনি। ফলে ব্লুমবার্গের তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেছেন ইলন মাস্ক। আর শীর্ষে চলে এসেছেন বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লুই ভিতোঁ কর্তা বের্নার্ড আর্নল্ট।

বুধবার এক ধাক্কায় টেসলা কোম্পানির ৫ শতাংশ শেয়ার পড়ে গেছে। তার জেরেই অন্তত ২০০ কোটি ডলার লোকসান হয়েছে মাস্কের। তবে ব্লুমবার্গের দাবি, ১৯০ কোটি ডলার হাতছাড়া হয়েছে মাস্কের। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ১৮ হাজার ৪০০ কোটি ডলার। অন্যদিকে লুই ভিতোঁ কর্তার সম্পত্তির পরিমাণ ১৮ হাজার ৬০০ কোটি ডলার। সেজন্য ধনীতম ব্যক্তির শিরোপা এখন ইউরোপের ধনকুবের বার্নার্ড আর্নল্টের মাথায়। মাত্র দু’দিনের ব্যবধানে ফের এ জায়গা ফিরে পেলেন তিনি।

২০২২ সালের শেষদিকে টুইটার কেনার পর থেকেই ইলন মাস্কের শেয়ারের পরিমাণ নিম্নমুখী। ডিসেম্বর মাসেই মাস্কের সংস্থা টেসলার শেয়ার প্রায় ৬৫ শতাংশ পড়ে যায়। তার জেরেই বিশ্বের ধনীতম ব্যক্তির জায়গা হারালেন মাস্ক। টেসলার পরিবর্তে টুইটারের উন্নতি করতেই বেশি মন দিচ্ছেন মাস্ক, বিশেষজ্ঞদের অনুমান, এ কারণেই লাগাতার কমছে টেসলার শেয়ার।

টুইটার কিনতে গিয়ে প্রায় ‘ফতুর’ হয়ে গেছেন- মাস্ক এমন দাবি করেছেন একাধিকবার। মালিকানা বদলের পরে বিপুল লোকসানের মুখেও পড়ে মাইক্রোব্লগিং সংস্থাটি। লাভের মুখ দেখতে বিপুল পরিমাণে কর্মী ছাঁটাই করেন মাস্ক। গত কয়েক মাসে ৭৫ শতাংশ টুইটার কর্মী কাজ হারিয়েছেন।

Place your advertisement here
Place your advertisement here